বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বেনাপোল দিয়ে ভারতে পাচার হচ্ছে বাংলাদেশী নতুন ২ টাকার নোট নতুন ৪১ হাজার ৬’শ টাকার নোট আটক

প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বেনাপোল অফিস : বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশী ২ টাকার নতুন নোট পাচার হচ্ছে ভারতে। ভারতে পাচার কালে গতকাল (বৃহস্পতিবার) সকালে বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে বাংলাদেশী দুই টাকার নতুন ৪১ হাজার ৬’শ টাকা নোট সহ ইউছুপ আলী (৫০) নামে এক ভারতীয় পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বিজিবি। আটক ইউছুপ ভারতের পশ্চিমবাংলার উওর ২৪ পরগনা জেলার আমাটেক গ্রামের নেসার আলীর ছেলে।
২৬ বিজিবি ব্যাটলিয়নের বেনাপোল কোম্পানি কমান্ডার নজরুল ইসলাম জানান, বাংলাদেশী নতুন ২ টাকার বিপুল সংখ্যক নোট ভারতে পাচার হচেছ এ ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বেনাপোল চেকপোস্ট এলাকায় অভিযান চালিয়ে তার ব্যাগ তল্লাশি করে ৪১,৬০০ টাকার নতুন নোটসহ ভারতীয় পাসপোর্ট যাত্রীকে আটক করেছে।
আটক ইউসুপ আলী পাসপোর্ট যোগে বাংলাদেশ থেকে ব্যাগ ভর্তি টাকা নিয়ে ভারতে যাচ্ছিল। অবৈধ মুদ্রা আইনে আটক দেখিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে বেনাপোল পোর্ট থানায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন