শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দেবিদ্বারে ১৪ ইউনিয়নের সংরক্ষিত ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ

দেবিদ্বার (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০২২, ৭:০৮ পিএম

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৪ ইউনিয়নে নবনির্বাচিত গেজেটভুক্ত সংরক্ষিত ও সাধারণ সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক উন-নবী তালুকদার।


কুমিল্লার দেবিদ্বারে ১৪ ইউনিয়ন থেকে নবনির্বাচিত সংরক্ষিত ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে গেজেটভুক্ত সংরক্ষিত ও সাধারণ সদস্যদের শপথ বাক্য পাঠ করান দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক উন-নবী তালুকদার।

শপথ গ্রহণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আলতাফ হোসেন, নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, আলহাজ্ব হুমায়ুন কবির, মোকবল হোসেন মুকুল, কামরুজ্জামান মাসুদ, গোলাম সারোয়ার ভূইয়া মুকুল, জাহিদুল আলমসহ উপজেলার ১৪ ইউপি’র চেয়ারম্যান, ইউপি সচিব এবং শপথ গ্রহণ করতে আসা সংরক্ষিত এবং সাধারণ সদস্যরা।
উল্লেখ্য, দেবিদ্বার উপজেলার ১৫ ইউনিয়নের মধ্যে ১৪টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো। ১২নং ভানী ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নুরুজ্জামান ভূইয়া মুকুল নির্বাচনের আগের রাতে মারা যাওয়ায় ওই ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। # #

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন