শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সংশোধিত সিএএ কয়েক মাসের মধ্যেই বাস্তবায়ন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২২, ১২:০৩ এএম

আগামী কয়েক মাসের মধ্যেই সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বাস্তবায়ন হবে। ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁর বিজেপি এমপি ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী এবং অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের প্রধান শান্তনু ঠাকুর এমনটা জানিয়েছেন। হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে এক সপ্তাহব্যাপী মতুয়া মেলার উদ্বোধন শেষে শান্তনু বলেন, আগামী কয়েক মাসের মধ্যেই সংশোধিত নাগরিকত্ব আইন বাস্তবায়ন হবে। বর্তমানে এর প্রক্রিয়া চলছে। তিনি বলেন, ‘এটা গণমাধ্যমে বলে আইন পাস করানোর বিষয় নয়। যেহেতু সাংবিধানিক দিক থেকে এটি আইনে পরিণত হয়েছে, সেক্ষেত্রে কেবল মাত্র বাস্তবায়ন বাকি আছে।’ তিনি আরও বলেন, ইতোমধ্যেই আমার সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উভয়ই বিষয়টি জানেন এবং আগামী কয়েক মাসের মধ্যেই এটি বাস্তবায়ন হবে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। তবে তিনি জানিয়েছেন, এটি আসামের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সে রাজ্যে অন্য আইন রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্য প্রসঙ্গে তৃণমূলের প্রাক্তন সাংসদ ‘ভারত মতুয়া মহাসংঘ’র প্রধান মমতা বালা ঠাকুর বলেন, পুরোটাই ভাওতা। শান্তনু ঠাকুর এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে কোনো মিল নেই। শান্তনু ঠাকুর মতুয়া সম্প্রদায়ের মানুষকে বিভ্রান্তের মধ্যে ফেলার চেষ্টা করছে, তাদের নিয়ে খেলছে। মঙ্গলবার থেকেই শুরু হয়েছে মতুয়া মেলা। মূল মেলা চলবে আগামী ৫ তারিখ পর্যন্ত। এদিন দিল্লি থেকে এই মেলায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর দুদিন আগেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঠাকুরবাড়িতে একটি শুভেচ্ছা বার্তা পাঠানো হয়। এবিপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন