বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

রেকর্ড সামরিক বাজেট দিলেন বাইডেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২২, ১২:০৩ এএম

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন বিশ্বের সমস্ত সামরিক বাজেটের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে। ২০২৩ অর্থবছরে মার্কিন সামরিক খাতে ৮১৩ বিলিয়ন ডলার বা ৮১ হাজার ৩০০ কোটি ডলারের বাজেট বরাদ্দ দিয়েছে আমেরিকা। পূর্ব ইউরোপে ন্যাটো সামরিক জোটের বিস্তারকে কেন্দ্র করে যখন রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে প্রচণ্ড উত্তেজনা চলছে তখন মার্কিন সরকার পেন্টাগনের জন্য এই বাজেট ঘোষণা করল। প্রেসিডেন্ট জো বাইডেন পেন্টাগনের জন্য ৭৭৩ বিলিয়ন ডলার এবং বাড়তি ৪০ বিলিয়ন ডলার প্রতিরক্ষা সংশ্লিষ্ট নানা কর্মসূচি বাস্তবায়নের জন্য ব্যয় করার প্রস্তাব দিয়েছেন। সব মিলিয়ে এবার মার্কিন জাতীয় নিরাপত্তা বাজেট ৮১৩ বিলিয়ন ডলারে পৌঁছাল। গতবছর আমেরিকা সামরিক খাতে ৭৭৮ বিলিয়ন ডলার ব্যয় করেছিল। এবারের বাজেটে মার্কিন সেনাদের বেতন-ভাতা শতকরা ৪.৬ ভাগ বাড়ানো হয়েছে। এছাড়া, মার্কিন সামরিক ইতিহাসে এবারই গবেষণা খাতে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সেনাবাহিনী জন্য যে বিশাল বরাদ্দ দিয়েছিলেন জো বাইডেন তাকে ছাড়িয়ে গেলেন। বিপুল অংকের বাজেট ঘোষণার পর প্রেসিডেন্ট জো বাইডেন রিপাবলিকান এবং ডেমোক্র্যাট দলের সমর্থন চেয়ে বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমেরিকার জাতীয় নিরাপত্তা এবং আমেরিকার পররাষ্ট্র নীতির জন্য হুমকি হয়ে দেখা দিয়েছেন। প্রেসিডেন্ট বাইডেন এবার যে সামরিক বাজেট ঘোষণা করেছেন তা থেকে ইউরোপ অংশে ব্যয় করা হবে ৪২০ কোটি ডলার। এরমধ্যে ইউক্রেনের জন্য বরাদ্দ দিয়েছেন ১০০ কোটি ডলার। চীনের সামরিক খাতে ব্যয় বৃদ্ধি এবং দেশটির সামরিক বাহিনীর আধুনিকায়নের বিষয়টিকেও আমেরিকা হুমকি হিসেবে দেখছে। এ বিষয়টিকে এবারের বাজেটে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। সিএনএন, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন