শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

সত্য খবর তালাশে প্রিন্ট মিডিয়ার ওপর নির্ভরতা রয়ে গেছে

সংবর্ধনা অনুষ্ঠানে এ এম এম বাহাউদ্দীন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২২, ১২:০০ এএম

সোশ্যাল মিডিয়ার এই যুগে প্রিন্ট মিডিয়ার জন্য খারাপ সময় যাচ্ছে মন্তব্য করে ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন বলেছেন, সোশ্যাল মিডিয়ার কোনো সামাজিক ও সত্যতার দায়দায়িত্ব নেই। তারা যেনতেন খবর প্রচার করে রাজনীতিবিদদের পর্যন্ত বিভ্রান্ত করে দিচ্ছে। এ অবস্থায় প্রিন্ট মিডিয়া খারাপ অবস্থা যাচ্ছে। এত খারাপ সময়ের মধ্যেও টিকে আছি। এটা বড় অর্জন। আশা করছি, আমাদের আবারও ভালো সময় আসবে ইনশাআল্লাহ। কারণ পাঠকের সত্য খবর তালাশে প্রিন্ট মিডিয়ার বিকল্প নেই। গতকাল সংবাদপত্র মালিক সমিতি (নোয়াব) ঢাকা ক্লাবে আয়োজিত সংবর্ধনায় ২৫ বছর পেরুনো সংবাদপত্রের পক্ষ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ইনকিলাব এখনও একটি অথেনটিক এবং জেনুইন সত্য সংবাদ দেয়ার চেষ্টা করে থাকে। এ এম এম বাহাউদ্দীন উপস্থিত অতিথি স্পিকার, তথ্যমন্ত্রী, ড. কামাল হোসেনসহ উপস্থিত নোয়াবের সম্মানিত সদস্যবৃন্দ অভিনন্দন জানান। তিনি বলেন, প্রথমেই নোয়াবের সদস্য এবং বিশেষ করে একে আজাদ সাহেবকে ও হানিফ সাহেবকে ধন্যবাদ। তারা একটা মহতী উদ্যোগ নিয়েছেন। একটা সময় একটি কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করে আমরা এখনও টিকে আছি। ১৯৮৬ সালে যখন ইনকিলাব শুরু করেছিলাম, তখন ইত্তেফাকের ঠিক অর্ধেক বয়স আমাদের। সংবাদের একদম জমজমাট, সে সময় এতো মিডিয়া কিছু ছিল না। কিন্তু অনেক বিশাল তাদের (ইত্তেফাক) সারা দেশে অবস্থান ছিল। সে অবস্থায় ইনকিলাবের প্রকাশনা শুরু করেছি। শুরু করে ওই সময়ের সেরা প্রযুক্তি ব্যবহারের চেষ্টা করেছি এবং আমরা প্রকাশনা জগতে ভিন্ন ধারা আনার চেষ্টা করেছি।

এ এম এম বাহাউদ্দীন বলেন, সময়ের সাথে সাথে অর্থনৈতিক দুরবস্থা, সংবাদপত্রের পেছনে কর্পোরেট হাউসের উপস্থিতি, অনেক কিছুই মানুষের চিন্তা-চেতনা, টেলিভিশন, অনেক কিছুই পরিবর্তন করে দিয়েছে। তারপরও আমরা টিকে আছি ইনশাআল্লাহ। ইনকিলাব এখনও একটি অথেনটিক এবং জেনুইন সত্য সংবাদ দেয়ার চেষ্টা করে যাচ্ছে। একটা অথেনটিক নিউজপেপারে যে গুরুত্ব ইউক্রেন যুদ্ধ দিয়ে দেখা যায়, সোশ্যাল মিডিয়া রাজনীতিবিদদের পর্যন্ত বিভ্রান্ত করে দিয়েছে। অনেক রকম ফেক নিউজ-ভিডিও ছড়াচ্ছে। কিন্তু সংবাদপত্রে একটা নিউজ দেয়ার জন্য যেই ধরনের চেকিং, কাউন্টার চেকিং হয়; সেটা অনলাইন মিডিয়াতে বা এখন নতুন নতুন অনেক সোশ্যাল মিডিয়াতে সেটা সম্ভবপর হয় না। আগে প্রকাশের জন্য প্রতিযোগিতা থাকে। ফলে সঠিক তথ্যের জন্য এখনো পাঠকদের কাছে অথেনটিক নিউজপেপারের গুরুত্ব আছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। পত্রিকা ছাপা থেকে শুরু করে সবকিছুই মূল্য এতো বেড়ে গেছে যে, এখন প্রিন্ট মিডিয়ার জন্য সত্যিই খারাপ সময় যাচ্ছে। আমরা এত খারাপ সময়ের মধ্যেও টিকে আছি এবং বিশ্বাস করি আমাদের আবারও ভালো সময় আসবে ইনশাআল্লাহ। যেখান থেকে শুরু করেছি ইনশাআল্লাহ সেখানে পৌঁছাতে পারব। মানুষ এখন যেমন প্রকৃত খবরের জন্য প্রিন্ট মিডিয়ার জন্য মুখিয়ে থাকেন; আগামীতেও থাকবেন। বরং প্রিন্ট মিডিয়ার গুরুত্ব আরো বাড়বে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন