বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

আবারো ছুটি চেয়েছেন বিচারপতি ইমান আলী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২২, ১২:০৯ এএম

ইতঃপূর্বে মঞ্জুরকৃত ছুটি শেষ না হতেই আবারও ছুটি চেয়েছেন আপিল বিভাগের সিনিয়র বিচারপতি মোহাম্মদ ইমান আলী। আবেদনে জানানো হয়, ছুটি নিয়ে তিনি লন্ডনে থাকা বৃদ্ধ মায়ের সঙ্গে সময় কাটাতে চান। এজন্য ৩১ মার্চ পর্যন্ত চলমান ছুটির মেয়াদ শেষ হওয়ার আগেই আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত ছুটি চেয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর কাছে দরখাস্ত জমা দিয়েছেন বিচারপতি মোহাম্মদ ইমান আলী। গত সপ্তাহে তিনি এ দরখাস্ত দেন। এছাড়া গত ২৮ মার্চ এ দরখাস্ত পাঠানো হয় প্রেসিডেন্টের কাছেও। আবেদনে তিনি উল্লেখ করেন, বৃদ্ধ মায়ের সঙ্গে ছুটি কাটাতে ১৬ ডিসেম্বর পর্যন্ত তিনি লন্ডনে থাকবেন। অর্জিত ছুটি থেকেই তিনি এ ছুটি কাটাতে চান।
প্রসঙ্গত, গত ডিসেম্বরে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে প্রধান বিচারপতি নিযুক্ত করার পর সিনিয়র বিচারপতি মোহাম্মদ ঈমান আলী ৩১ মার্চ পর্যন্ত ছুটি নেন। চাকরিবিধি অনুযায়ী, চলতি বছর ৩১ ডিসেম্বর তার অবসরে যাওয়ার কথা রয়েছে। সিনিয়রিটি লঙ্ঘন করে তার কনিষ্ট বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে প্রধান বিচারপতি নিযুক্ত করার পর তিনি আর প্রধান বিচারপতির সঙ্গে বিচারিক এজলাসে বসেন নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন