শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

সাঁতারের তৃতীয় দিনে সাত রেকর্ড

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২২, ৯:২৫ পিএম

বঙ্গবন্ধু ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার প্রতিযোগিতার তৃতীয় দিন বৃহস্পতিবার ১১ ইভেন্টের মধ্যে সাতটি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। এদিন মিরপুরস্থ সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে পুরুষদের ৫০ মিটার ব্যাকস্ট্রোকে বাংলাদেশ সেনাবাহিনীর সুকুমার রাজবংশী ২৯.৭০ সেকেন্ডে, ১০০ মিটার বাটারফ্লাইয়ে নৌবাহিনীর মাহামুদন্নবী নাহিদ ৫৫.৪২ সেকেন্ডে, মেয়েদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে নৌবাহিনীর সোনিয়া খাতুন এক মিনিট ৭.৭৭ সেকেন্ডে, পুরুষদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে নৌবাহিনীর সামিউল রহমান রাফি ৫৯.৮৩ সেকেন্ডে, মেয়েদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে নৌবাহিনীর সুরাইয়া আক্তার এক মিনিট ১২.৩৭ সেকেন্ডে ও পুরুষদের ৪০০ গুনিতক ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে নৌবাহিনী আট মিনিট ৭.১৮ সেকেন্ডে নতুন জাতীয় রেকর্ড গড়েন। এছাড়া স্প্রিং বোর্ডে নৌবাহিনীর নাছিম হোসেন ২৮৫.৪ পয়েন্টে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন