বৃষ্টির বাধা পেরিয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রিয় ক্লাবের মেয়েদের লড়াই দেখতে কাম্প নউয়ে হাজির হলো হাজারো দর্শক। সংখ্যাটা দাঁড়াল ৯১ হাজার ৫৫৩! ভেঙে গেল নারী ফুটবলে ক্লাব পর্যায়ে তো বটেই, আন্তর্জাতিক অঙ্গনেও এক ম্যাচে সবচেয়ে বেশি দর্শকের রেকর্ড। গ্যালারি ঠাসা সমর্থকদের সামনে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিতা ধরে রাখল বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে ৫-২ গোলে জিতল তারা। প্রথম লেগে ৩-১ গোলে জেতায় দুই লেগ মিলিয়ে ৮-৩ ব্যবধানে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে সেমি-ফাইনালে উঠল স্বাগতিকরা। ২০১৯ সালের লিগ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের মেত্রোপলিতানোয় উপস্থিত ছিল ৬০ হাজার ৭৩৯ দর্শক, সেটাই ছিল ক্লাব পর্যায়ে এতদিনের রেকর্ড। ওই ম্যাচে বার্সেলোনাকে ২-০ গোলে হারিয়েছিল স্বাগতিকরা। আন্তর্জাতিক নারী ফুটবলে এক ম্যাচের রেকর্ড দর্শক হয়েছিল ১৯৯৯ বিশ্বকাপ ফাইনালে। প্যাসাডিনার রোজ বৌলে যুক্তরাষ্ট্র ও জাপানের সেই শিরোপা লড়াইয়ে গ্যালারিতে উপস্থিত ছিল ৯০ হাজার ১৯৫ জন। গতপরশু রাতে ক্যাম্প ন্যুয়ে ৯৯ হাজার ৩৫৪ টিকেটের সব অনেক আগেই বিক্রি হয়ে গিয়েছিল। তবে রেকর্ড ভাঙার সম্ভাবনাটা ধাক্কা খায় সারা দিন জুড়ে বার্সেলোনায় বৃষ্টি হওয়ায়। ম্যাচের শুরুতে গ্যালারির মাত্র অর্ধেকই পূর্ণ ছিল। সময়ের সঙ্গে আসতে থাকে দর্শক। শেষ পর্যন্ত ইউরোপের সবচেয়ে বড় স্টেডিয়ামটির গ্যালারি প্রায় পূর্ণই হয়ে যায়। গতবারের ট্রেবল জয়ী বার্সেলোনার চলতি মৌসুমে চার শিরোপার সবকটি জয়ের সম্ভাবনা এখনও বেঁচে আছে। এরই মধ্যে স্প্যানিশ সুপার কাপ ও লা লিগার সমতুল্য নারী প্রিমেরা ডিভিশনের ট্রফি জিতেছে তারা। লিগে এখন পর্যন্ত ২৫ ম্যাচ খেলে জিতেছে সবকটিতে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন