অনেকগুলো সফল ফিকশন, নন-ফিকশন আর রিয়েলিটি শো নির্মাণের পর অপটিমিস্টিক্স এন্টারটেইনমেন্টের বিপুল ডি. শাহ আরেকটি নন-ফিকশন ক্রাইম শো নির্মাণের উদ্যোগ নিয়েছেন।
‘হোশিয়ার’ নামের এই অনুষ্ঠানটি নির্মাণ করা হবে অ্যান্ডটিভির জন্য। এটির ধরন হবে সোনির জন্য নির্মিত অপটিমিস্টিক্সের ‘ক্রাইম প্যাট্রল’ অনুষ্ঠানটির মত। প্রডাকশন হাউসটি বেশ কিছুদিন ধরে এটি উপস্থাপনার জন্য টেলিভিশনের একজন তারকা অভিনেতার সন্ধানে ছিল। তারা বেশ কয়েকজনের সঙ্গে প্রাথমিক আলাপও করেছে। শেষ পর্যন্ত উপস্থাপনার জন্য আনাস রশিদকে চ‚ড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে।
আনাস স্টার প্লাসের ‘দিয়া অওর বাতি হাম’ সিরিয়ালে সুরজ রাঠির ভ‚মিকায় অভিনয় করে খ্যাতি পেয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন