বিনোদন ডেস্ক : আবারও মা হলেন চিত্রনায়িকা রেসি। গত বুধবার তিনি কন্যাসন্তান জন্ম দেন। রেসি এবং নবজাতক দুজনই ভালো আছেন বলে জানিয়েছেন রেসির স্বামী পান্থ শাহরিয়ার। তিনি বলেন, রেসি এবং কন্যা ভালো আছে। সবাই তাদের জন্য দোয়া করবেন। এখনো সন্তানের নাম ঠিক করিনি। বাসায় ফিরে সবাই মিলে নাম টিক করবো। উল্লেখ্য, ২০১২ সালের ২২ জুন চট্টগ্রামের ব্যবসায়ী পান্থ শাহরিয়ারকে বিয়ে করেন চিত্রনায়িকা রেসি। তারপরের বছর প্রথম কন্যা সন্তানের মা হন তিনি। প্রথম মেয়ের নাম রাদোয়া ইসলাম প্রার্থনা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন