বিনোদন ডেস্ক : ডিসেম্বরে সিনেমা মুক্তির হিড়িক পড়েছে। এ মাসে বছরের রেকর্ডসংখ্যক সিনেমা মুক্তি পাবে। মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর মধ্যে ধূমকেতু, এক পৃথিবী প্রেম, সত্তা, আমি তোমার হতে চাই, প্রেমী ও প্রেমী, অন্তর জ্বালা, মেয়েটি এখন কোথায় যাবে, ডিটেকটিভ (এনিমেশন)সহ আরও বেশ কয়েকটি সিনেমা মুক্তি পাবে বলে জানা যায়। আগামী ৯ ডিসেম্বর মুক্তি পাবে বছরের ধূমকেতু। শফিক হাসান পরিচালিত এতে অভিনয় করেছেন চিত্রনায়ক শাকিব খান, পরীমনি, তানহা তাসনিয়া প্রমুখ। ত্রিভুজ প্রেমের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। কয়েক দফায় মুক্তির তারিখ পিছিয়ে ২৩ ডিসেম্বর মুক্তি পাবে এক পৃথিবী প্রেম। সেভাবেই প্রচারণা চলছে বলে জানান নির্মাতা এস এ হক অলিক। তিনি বলেন, এর আগে ১২ আগস্ট এবং ২১ অক্টোবর দুটি তারিখে সিনেমাটি মুক্তির কথা থাকলেও সেসময় দেশের পরিস্থিতি মুক্তির অনুক‚লে ছিল না। তাই সবদিক বিবেচনা করে মুক্তি দেয়া সম্ভব হয়নি। তবে এবার মুক্তি দেয়া হবে। সিনেমাটিতে নায়ক-নায়িকা হিসেবে আছেন নতুন জুটি আসিফ-আইরিন। বৃদ্ধাশ্রমে বসবাসকারী প্রবীণদের জীবনযাপন ও তাদের অনুভ‚তি নিয়ে এ সিনেমার গল্পের প্রেক্ষাপট। এতে আরো অভিনয় করেছেন আবুল হায়াত, হাসান ইমাম, এ টি এম শামসুজ্জামান, আফজাল শরিফ প্রমুখ। সত্তা সিনেমাটিও ডিসেম্বরে মুক্তি দেয়া হবে পরিচালক হাসিবুর রেজা কল্লোল জানান। শাকিব ও কলকাতার নায়িকা পাওলি দাম এতে অভিনয় করেছেন। পরিচালক জানান, ডিসেম্বরে মুক্তির ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। যৌথ প্রযোজনায় নির্মিত প্রেমী ও প্রেমী মুক্তির পরিকল্পনা রয়েছে। রোমান্টিক ধারার এ সিনেমায় অভিনয় করেছেন আরেফিন শুভ এবং নুসরাত ফারিয়া। এটি পরিচালনা করেছেন জাকির হোসেন রাজু। অনন্য মামুন পরিচালিত আমি তোমার হতে চাই মুক্তির তারিখ চ‚ড়ান্ত না হলেও ডিসেম্বরে সিনেমাটি মুক্তি দেয়া হবে বলে জানান পরিচালক। এতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম ও বাপ্পী চৌধুরী। এটি বাপ্পী-মিম জুটির তৃতীয় সিনেমা। মালেক আফসারী পরিচালিত অন্তর জ্বালাও রয়েছে মুক্তির মিছিলে। এতে অভিনয় করেছেন জায়েদ খান ও পরীমনি। এছাড়া মুক্তির মিছিলে রয়েছে নাদের চৌধুরী পরিচালিত মেয়েটি এখন কোথায় যাবে। সিনেমাটির নির্মাণ কাজ শেষ দিকে। ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, জলি, শাহরিয়াজ প্রমুখ। দেশের প্রথম এনিমেশন সিনেমা ডিটেকটিভ ডিসেম্বরে মুক্তি দেয়া হতে পারে। তপন আহমেদের পরিচালনায় সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন তারেক আনাম খান। স¤পাদনায় তপন আহমেদ ও তৌহিদ হোসেন চৌধুরী। এর সংগীত ও আবহ সংগীত করেছেন ইমন সাহা। এত সিনেমা যদি মুক্তি পায় তবে সিনেমার বাজার চাঙ্গা হবে বলে চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন। তবে শেষ পর্যন্ত কতটি মুক্তি পায়, তাই এখন দেখার বিষয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন