শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করুন

| প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২২, ১২:০৩ এএম

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বর্তমান সময়ের সবচেয়ে জটিল ও কঠিন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নিম্ন আয়ের মানুষদের ভোগান্তির শেষ নাই। নিত্যদিনে যা আয় করে তা দিয়ে প্রয়োজনীয় বাজার-সদাই করা একরকম কষ্ট সাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতি চলতে থাকলে আগামী দিনগুলো নিয়ে বড় কষ্টে পার করতে হবে তাদের। ভোজ্যদ্রব্য থেকে শুরু করে সব কিছুর মূল্যে ঊর্ধ্বগতি, যা কেনা সাধারণ নিম্ন আয়ের মানুষদের কষ্টসাধ্য ব্যাপার। এমন পরিস্থিতির মোকাবেলা করা অনেকর পক্ষেই কঠিন। চলছে রমজান মাস, রমজানে সাধারণ মানুষের কাজকর্ম আরো কমে যায়। তাই নিম্ন আয়ের মানুষদের কষ্টের সীমা নাই। কিন্তু এ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টানবে কে? কে এগিয়ে আসবে সাধারণ মানুষের কষ্ট লাঘব করতে? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, রমজানে দ্রব্যমূল্যের লাগাম টানুন। দ্রব্যমূল্যের আকাশ ছোঁয়া ঊর্ধ্বগতি রোধ করুন, যাতে সাধারণ নিম্ন আয়ের মানুষগুলো ভালোভাবে রমজান মাসটা পার করতে পারে।

এইচ, এম কাওছার হোসাইন
একদন্ত, আটঘরিয়া, পাবনা

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন