মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

এইচবিও ম্যাক্সে ‘ইট’ প্রিকুয়েল সিরিজ ‘ওয়েলকাম টু ডেরি’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২২, ১২:০৬ এএম

স্ট্রিমিং সার্ভিস এইচবিও ম্যাক্স স্টিফেন কিংয়ের উপন্যাস ভিত্তিক হিট হরর ফিল্ম ‘ইট’-এর একটি প্রিকুয়েল সিরিজ নির্মাণ ও প্রচার করবে। ভ্যারাইটি সাময়িকী জানিয়েছে নতুন এই সিরিজটির সম্ভাব্য নাম ‘ওয়েলকাম টু ডেরি’। স্টিফেন কিংয়ের হরর উপন্যাসের ওপর ভিত্তি করে ‘ইট’ ২০১৭তে মুক্তি পায়। ফিল্মের সিকুয়েল ‘ইট: পার্ট টু’তে প্রথম ফিল্মের সাত কিশোর-কিশোরী ২৭ বছর পর পেনিওয়াইজ দ্য ক্লাউনকে (ইট) মোকাবেলা করতে ২৭ বছর পর ডেরি শহরে ফিরে আসে; এটি মুক্তি পায় ২০১৯ সালে। ‘ওয়েলকাম টু ডেরি’তে কাহিনী ১৯৬০-এর দশকে ফিরে যাবে, যা প্রথম ফিল। মের কাহিনীর আগের অবস্থা। দুটি ফিল্মেই পেনিওয়াইজের ভূমিকায় অভিনয় করেন বিল স্কার্সগার্ড। এর আগে ১৯৯০ সালে একই কাহিনী নিয়ে মিনিসিরিজে টিম কারি এই ভূমিকায় অভিনয় করেছিলেন। ডাবল ড্রিম প্রডাকশনের ব্যানারে সিরিজটি নির্মিত হবে। ওয়ার্নার ব্রাদার্স টেলিভিশন এই প্রজেক্টটি তদারক করবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন