রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

ইরানি পরিচালকের সিনেমায় জয়া আহসান, শুটিং চলছে ঢাকায়

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২২, ১০:০৪ এএম

দুই বাংলার জনপ্রিয় মডেল-অভিনেত্রী জয়া আহসান। অভিনয় ক্যারিয়ারে মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন তিনি। জয়া আহসান মানেই দারুণ কিছু। ভক্তরা তার নতুন কাজের অপেক্ষায় থাকেন সব সময়। এবার ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম পরিচালিত ‘ফেরেশতে’ সিনেমায় অভিনয় করছেন জয়া। সিনেমাটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও করেছেন অতাশ জমজম।

কয়েকদিন ধরেই ‘ফেরেশতে’র নির্মাতা ও তার টিম চষে বেড়াচ্ছে রাজধানীর নিউ মার্কেট, যমুনা ফিউচার পার্কের কিছু স্থানসহ বসুন্ধরার সোলমাইদ এলাকা। সোমবার (৪ এপ্রিল) বসুন্ধরার সোলমাইদের কুয়েতি মসজিদের পাশে অবস্থিত ড্রিমল্যান্ড ঢাকা রিসোর্ট এন্ড রেস্টুরেন্টসহ আশেপাশের এলাকায় জয়া আহসানকে নিয়ে শুটিং করছেন তারা। সিনেমাটিতে জয়ার সঙ্গে রয়েছেন রিকিতা নন্দিনী শিমু। দুইজনই বস্তিতে বসবাসকারীর পোশাকে সেজে রিকশায় চড়ে ঘুরছেন। জয়ার কোলে তিন বছরের একটি মেয়ে বাচ্চাও রয়েছে।

জানা যায়, প্রায় ২০ দিনের শুটিং করবে ইরানি টিম। বেশিরভাগই দিনের বেলাতেই হবে এই সিনেমার শুটিং। তবে এ সিনেমা প্রসঙ্গে এখনই মন্তব্য করতে রাজি নয় সংশ্লিষ্টরা। যে কারণে সিনেমাটির প্রযোজক ও অন্যান্য বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ছবিটির নাম ‘সিএনজি’ হিসেবে অনুমতি নেওয়া হয়েছে। গত ১৩ মার্চ তারা এটি পায়। এতে অতাশ জমজমের সঙ্গে কাজ করছেন বৈরাম ফজলি, মোখতারি, মোবারেখ, আতিয়া পিরালি ও কাভস।

উল্লেখ্য, এর আগে ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম বাংলাদেশের আলোচিত চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের ‘দিন : দ্য ডে’ সিনেমাটি নির্মাণ করেন। যেটি চলতি বছরের ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় রয়েছে। মুর্তজা অতাশ জমজম এখন পর্যন্ত ১২০টির বেশি শর্টফিল্ম নির্মাণ করেছেন। এছাড়া চারটি ধারাবাহিক নাটকসহ চারটি চলচ্চিত্রও নির্মাণ করেছেন তিনি। এছাড়াও নির্মাণ করেছেন ১২টি দেশের জন্য তথ্যচিত্র। যে তালিকায় রয়েছে জার্মানি, ফ্রান্স, পাকিস্তান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মতো দেশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন