শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

দুই বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২২, ১২:০০ এএম

আবারও দরপতনের ধারায় ফিরেছে পুঁজিবাজার। ফলে আস্থা সংকটের পাশাপাশি নতুন করে বড় ধরনের তারল্য সংকটে পড়েছে দেশের পুঁজিবাজার। এ কারণে রমজান মাসের তৃতীয় কর্মদিবসেও উভয় বাজারে দরপতন হয়েছে। গতকাল মঙ্গলবার বিক্রেতার তুলনায় ক্রেতা সংখ্যা কম থাকায় লেনদেন আশঙ্কাজনক হারে কমেছে। তাতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে মাত্র ৫৭৫ কোটি টাকা। যা গত দুই বছরের মধ্যে সর্বনিন্ম। এর আগে ১৫ এপ্রিল ডিএসইতে লেনদেন হয়েছিল ৫৫৬ কোটি ৪২ লাখ ১২ হাজার টাকা। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে মাত্র ১২ কোটি টাকা।
লেনদেনের পাশাপাশি উভয় বাজারে সূচক ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে গত রোববার সূচক সামান্য বৃদ্ধির পর টানা দু’দিন দরপতন হলো। ডিএসইর তথ্য মতে, বাজারটিতে ৩৮১টি প্রতিষ্ঠানের মোট ১৩ কোটি ৯১ লাখ ৯৫ হাজার ১৪২টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলো মধ্যে দাম বেড়েছে ৫১টির, কমেছে ২৮৬টির, আর অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির শেয়ারের।
লেনদেন হওয়া প্রায় সব শেয়ারের দাম কমায় ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২৪ পয়েন্ট কমে ৬ হাজার ৬৯৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে কমেছে ১ দশমিক ২৭ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক কমেছে ৪ দশমিক ৮ পয়েন্ট।
ডিএসইতে ৫৭৫ কোটি ৮৩ লাখ ১২ হাজার টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ৮৩৬ কোটি ৬২ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন কমেছে।
লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেডের শেয়ার। এরপর ছিল লাফার্জহোলসিম, আইপিডিসি, জিএসপি ফাইন্যান্স, ভিএফএসথ্রেড লিমিটেড, বিকন ফার্মাসিউটিক্যালস, ইয়াকিন পলিমার, এডিএন টেলিকম, জেমিনি সি ফুড এবং রংপুর ফাউন্ড্রি লিমিটেড। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৪ দশমিক ২১ পয়েন্ট কমে ১৯ হাজার ৬৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে ২৮৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৬১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৯৩টির, আর অপরিবর্তিত রয়েছে ৩০টির দাম। এ বাজারে ১২ কোটি ৩৩ লাখ ৫৮ হাজার ৮৫৭ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের দিন বাজারটিতে লেনদেন হয়েছিল ১৪ কোটি ৫৫ লাখ ৬৪ হাজার ৯৫১ টাকার শেয়ার।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন