টিপ পরায় তেজগাঁও কলেজের প্রভাষক ড. লতা সমাদ্দারকে পুলিশ সদস্যের লাঞ্ছনা ও অশালীন আচরণের প্রতিবাদে বেশ কিছু টেলিভিশন অভিনেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন। প্রতিবাদস্বরূপ নিজেরা টিপ পরে সেই ছবি তাদের ফেসবুকে প্রকাশ করেছেন। এই তালিকায় আছেন কৌতুক অভিনেতা সাজু খাদেম, প্রাণ রায়, আনিসুর রহমান মিলন, মনোজ প্রামাণিকসহ অনেকেই। তবে এর ভিন্ন জবাব দিলেন আরেক জনপ্রিয় অভিনেতা সিদ্দিক। তাদের এমন প্রতিবাদের ছবি নিজের ফেসবুকে পোস্ট করে সিদ্দিক প্রশ্ন তুলেন, আমরা কি দিন দিন পাগল হয়ে যাচ্ছি? তিনি লিখেন, আল্লাহপাক সবাইকে এই সমস্ত পাগলের হাত থেকে হেফাজত করুক। মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন। আল্লাহ সবাইকে ক্ষমা করুক। আমিন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন