শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

খুলনায় ইফতার সামগ্রীর মান নিয়ন্ত্রণে অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২২, ১১:৪৪ পিএম

রমজানের ৪র্থ দিনে নগরীর ইফতারের দোকানসমূহে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতকরণে এবং মানসম্মত ইফতারের ক্রয়-বিক্রয় মনিটরিংয়ের উদ্দেশ্যে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে। আজ বুধবার (৬ এপ্রিল) অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এবং হামিদা মুস্তফা।

মোবাইল কোর্ট পরিচালনাকালে নগরীর বিভিন্ন পয়েন্টে ইফতার পণ্যের গুনগত মান, কারখানার পরিবেশ ও লাইসেন্স বিষয়ক তদারকি করা হয়। এসময় ওজন ও পরিমাপ মান দন্ড আইন, ২০১৮, বিএসটিআই আইন, ২০১৮ আইন অনুসারে ৩টি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। মানসম্মত ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখার জন্য দোকানীদের এবং কারখানা মালিকদের যথাযথ নির্দেশ দেন কর্তব্যরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন