শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

কাউন্সিলের কাছে ক্ষমতা ছাড়লেন মনসুর হাদি

তিনশ’ কোটি ডলার আর্থিক সহযোগিতা ঘোষণা করেছে রিয়াদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২২, ১২:০৬ এএম

নিজের বিতর্কিত ডেপুটিকে বরখাস্ত করেছেন ইয়েমেনের প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুর হাদি। বৃহস্পতিবার একই সঙ্গে তিনি নিজের ক্ষমতা একটি প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের কাছে ছেড়ে দিয়েছেন। সউদী আরবের সমর্থন রয়েছে এসব পদক্ষেপে। এর ফলে সাত বছর ধরে চলা দেশটির গৃহযুদ্ধ অবসানে জাতিসংঘের নেতৃত্বাধীন আলোচনার পথে বাধা দূর হবে। মনসুর হাদি যে কাউন্সিলের কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন তাতে একজন চেয়ারম্যান এবং তার সাত ডেপুটি রয়েছেন। এর নেতৃত্ব দেবেন রাশাদ আল-আলিমি। তার প্রতি সউদী আরবের সমর্থন রয়েছে এছাড়া দেশটির রাজনৈতিক দলগুলোর সঙ্গেও তার নিবিড় সম্পর্ক রয়েছে। আবদ-রাব্বু মনসুর হাদির ঘোষণার পর সউদী সমর্থিত ইয়েমেনি সরকারকে তিনশ’ কোটি ডলার আর্থিক সহযোগিতা ঘোষণা করেছে রিয়াদ। একই সঙ্গে তারা ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে আলোচনার তাগিদ দিয়েছে। ২০১৬ সালের পর প্রথমবারের মতো গত শনিবার দুই মাসের যুদ্ধ বিরতিতে সম্মত হয় ইয়েমেনের যুদ্ধরত পক্ষগুলো। এরপরই ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট মনসুর হাদি নতুন পদক্ষেপের ঘোষণা দেন। এক টেলিভিশন ভাষণে মনসুর হাদি বলেন, ‘আমি অপরিবর্তনীয়ভাবে সংবিধান, উপসাগরীয় উদ্যোগ এবং তাদের নির্বাহী ম্যাকানিজমের সঙ্গে সঙ্গতি রেখে আমার পূর্ণ ক্ষমতা প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের কাছে হস্তান্তর করছি।’ ২০১৪ সালে হুতি বিদ্রোহীদের হামলার পর রাজধানী সানা থেকে উৎখাত হয় মনসুর হাদির সরকার। রয়টার্স।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন