বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

পাকিস্তানকে ২০০ কোটি রুপি ‘দিল’ অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০২২, ১২:০৪ এএম

২৪ বছর পর অস্ট্রেলিয়া গিয়েছিল পাকিস্তানে। মাঠের পারফরম্যান্সে ঠিক তৃপ্তি পাননি পাকিস্তানি দর্শকেরা। ওয়ানডে সিরিজ জিতে ৪০ বছরের আক্ষেপের সমাপ্তি টেনেছে পাকিস্তান। কিন্তু টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হেরে গেছে পাকিস্তান। অস্ট্রেলিয়াকে ডেকে এনে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য পাকিস্তান নিরাপদ- এ বার্তা পাঠাতে পেরেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা। আর সে সঙ্গে পিসিবির ব্যাংক ব্যালান্সও বেশ চাঙা করে তুলেছেন। অস্ট্রেলিয়া সফরের সুবাদে নাকি প্রায় ২০০ কোটি রুপি আয় করেছে পিসিবি। ২৪ বছর পর পাকিস্তানে গিয়ে তিন টেস্ট, তিন ওয়ানডে ও এক টি-টোয়েন্টি খেলেছে অস্ট্রেলিয়া। এই সাত ম্যাচের সুবাদে পাকিস্তান ক্রিকেট আর্থিকভাবে অনেক এগিয়ে গেছে দাবি করেছেন রমিজ রাজা। বোর্ডের প্রকাশিত এক ভিডিও বার্তায় রমিজ জানিয়েছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারানো আমাদের জন্য বাঁকবদল বলে প্রমাণিত হয়েছে। এটা আমাদের ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। এর প্রভাব পিএসএলেও দেখা গেছে। মানুষ এখন এ দলকে নিজের বলে মনে করে, যেটা আমাদের আর্থিকভাবে সাহায্য করেছে। আর্থিক দিক বিবেচনায় আমরা আগের সব রেকর্ড ভেঙেছি। আমার ধারণা, এ সফর থেকে প্রায় ২০০ কোটি রুপি আয় করব, যেটা বিশাল।’
প্রচুর আয় হচ্ছে, সেটা খরচের জায়গাও খুঁজে পেয়েছেন রমিজ। দেশের ক্রিকেট অবকাঠামোর উন্নতি জরুরি হয়ে উঠেছে বলে জানিয়েছেন সাবেক অধিনায়ক, ‘ক্রিকেট ও আর্থিক দিক থেকে আমরা সঠিক পথেই আছি। কিন্তু অবকাঠামোতে অনেক পিছিয়ে আছি। আমি অস্ট্রেলিয়া সিরিজ শেষ হওয়ার অপেক্ষায় ছিলাম। এরপরই আমরা এমন পথে হাঁটব, যেখানে তরুণদের কোচিং, অনুশীলন ও পড়াশোনায় নজর দেব।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন