বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

ভাষা আন্দোলনে নারী

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০২২, ১২:০৭ এএম

‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’- আর এই ভাষা রক্ষা করার আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত নারীদের অনবদ্য ভূমিকা ছিলো। নারী মানে মা, মেয়ে আর কন্যাসন্তানের সমন্বিত রূপ। যাদের ছাড়া হয় না কোনো উন্নতি বা অগ্রগতি, ভাষা আন্দোলনেও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিলো। বাঙালি জাতি ও বাংলা ভাষা আন্দোলনের ইতিহাস তথা বায়ান্নর ভাষা আন্দোলনের অবিস্মরণীয় ঘটনার জন্য, রাষ্ট্র ভাষা বাংলার দাবিতে জনতা যখন রাজপথে নেমে এসেছিল, তখন পুরুষের পাশাপাশি নারীরাও ছিলো। মিছিল, মিটিং, পোস্টারিং থেকে শুরু করে সবখানেই ছিলো নারীদের সক্রিয় অংশগ্রহণ। এই আন্দোলনের কারণে বহু নারী নানাভানে হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছিলো। তাই পুরুষের পাশাপাশি নারীদের অবদানের স্বীকৃতি দেওয়া হোক। তবেই ভাষা আন্দোলনের সাফল্যের সার্থকতা ফুটে উঠবে।

আয়েশা সিদ্দিকা
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন