বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ধর্ষণ ও সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে প্রতিবাদী পরিবেশনা আর্তনাদ

প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : মুক্তিযুদ্ধের চেতনা ও বিংশ শতাব্দীর প্রগতিশীল চিন্তাধারায় যখন সাংস্কৃতিক সমৃদ্ধি ও আত্মপ্রত্যয়ী অসাম্প্রদায়িক এক বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে চলছে, শিক্ষার আলোয় মাথা উঁচু করে বিশ্বকে জানান দিচ্ছে আমাদের গৌরব, ঠিক সে সময়ে এসেও দেখা যাচ্ছে এদেশেই বসবাস করছে কিছু নরপিশাচরূপী মানুষ। মূল্যবোধের চরম অবক্ষয়ে, ধর্ষণের মতো আদিম বর্বরতায় ও বিকৃত মানসিকতার পশুতুল্য এই মানুষেরা চার বছরের শিশুকে পর্যন্ত রেহাই দিচ্ছে না, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জীবন ও ধর্মানুভূতিতে আঘাত করছে ক্রমাগত। ঠিক এই সময়ে দাঁড়িয়ে সারাদেশের সকল প্রতিবাদী মানুষের সাথে অংশ নিল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। প্রতিবাদের ভাষা অভিনয়, পরিবেশনার নাম ‘আর্তনাদ’। থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীর প্রেরণা ও প্রত্যক্ষ সহযোগিতায় পারফরম্যান্স আর্ট ফর্মে নির্মিত পরিবেশনাটির পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন বিভাগের তরুণ প্রভাষক মেহেদী তানজির। সম্প্র্রতি বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে ‘আর্তনাদ’ উপস্থাপিত হয়। শুরুতে শিক্ষার্থীবৃন্দ দেশের গানের মাধ্যমে পরিবেশনাটির আবহ তৈরি করেন। কোনো সংলাপ ছাড়াই শারীরিক অভিনয়ের মধ্যদিয়ে শিশু ধর্ষণ ও সাম্প্রদায়িক নির্যাতনের নির্মম আর্তনাদ ফুটিয়ে তোলেন প্রভাষক মেহেদী তানজির। প্রতিবাদে অংশ নিতে এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও স্থানীয়জনগণ।  

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন