ক্রিস্টিয়ানো রোনালদো থাকলেন ছায়া হয়ে। বাকিরাও পারলেন না গোল এনে দিতে। নিজেদের মাঠে দারুণ ফুটবল খেলা এভারটন প্রথমার্ধেই পেল জালের দেখা। বাকিটা সময় তা আগলে রেখে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে দিল ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল। গতকাল প্রিমিয়ার লিগে ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে এভারটন। ২৭তম মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন অ্যান্থনি গর্ডন।
আগের ম্যাচে লেস্টার সিটির বিপক্ষে ১-১ ড্র করা ইউনাইটেড এবার হেরেই গেল। ৩১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে রালফ রাংনিকের দল। টানা দুই হারের পর জয়ে ফেরা এভারটন ২৮ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে আছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন