বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

স্যান ম্যারিনোকে নিয়ে খেললো জার্মানি

প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক
ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে পরশু রাতে প্রত্যাশিত জয় পেয়েছে বড় দলগুলো। বিশ্বের সবচেয়ে পুরোনো দুই প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড-স্কটল্যান্ড ম্যাচে আবারো জিতেছে ইংল্যান্ড। বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি আবারো খেলেছে দুর্বল প্রতিপক্ষকে নিয়ে। দিনের সবচেয়ে হাইভেল্টেজ ম্যাচে পিছিয়ে থেকেও সুইডেনকে ২-১ গোলে হারিয়েছে ফ্রান্সও।
ঠিক ফুটবলীয় দ্বৈরথ বলা যাবে না তবুও ইতিহাসের প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচের সাক্ষী তো এই দুই দেশই। ১৪৪ বছরের প্রাচীনতম দুই প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড-স্কটল্যান্ড ম্যাচে তাই খুব উত্তাপ না থাকলেও একটু বাড়তি দৃষ্টি থাকেই। এবারো প্রত্যাশিত জয় পেয়েছে ইংলিশরা। মজার ব্যাপার হল ৩-০ ব্যবধানের জয়ে তিনটি গোলই আসে হেড থেকে।
আরেকটু পিছিয়ে গেলে স্কটল্যান্ডের জালে ইংলিশদের শেষ আট গোলের সাতটিই হেড দিয়ে করা! গোল করেছেনও সাত ভিন্ন খেলোয়াড়। ব্যবধান কম হলেও গত ৪১ বছরে স্কটিশদের বিপক্ষে ইংলিশদের এটাই সবচেয়ে বড় জয়। গোল তিনটি করেন ড্যানিয়েল স্ট্যারিজ, অ্যাডাম লালনা ও গ্যারি ক্যাহিল। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অবশ্য এদিন সমানেই লড়ছিল সফরকারীরা। কিন্তু রক্ষণই ভুগিয়েছে তাদের। গোল স্কোরিং ওই তিনটি শটই ছিল স্কটিশদের গোলমুখে নেয়া ইংলিশদের মোট শট।
অন্তঃবর্তি কোচ গ্যারেথ সাউথগেটের অধীনে ৩ ম্যাচে ইংল্যান্ডের দ্বিতীয় জয় এটি। তিন ম্যাচেই প্রতিপক্ষ তুলনামূলক সহজ হওয়ায় এখনো কঠিন পরীক্ষা দিতে হয়নি সাউথগেটকে। এরই মধ্যে তাকে পূর্ণকালীন কোচ হিসেবে পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন দলের অধিনায়ক ওয়েন রুনি। তিনদিন পর স্পেনের বিপক্ষে হবে সাউথগেটের আসল পরীক্ষা। ওইদিন ‘পাশ’ করলে রুনির কন্ঠে সুর মেলাতেও পারে ইংলিশ ফুটবল ফেডারেশন।
‘এফ’ গ্রুপে চার ম্যাচে ৩ জয় ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে ইংল্যান্ড। গ্রুপের আরেক ম্যাচে মাল্টাকে ১-০ গোলে হারিয়ে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে স্লোভেনিয়া। অপর ম্যাচে লিথুয়ানিয়াকে ৪-০ গোলে উড়িয়ে ৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে স্লোভাকিয়া।
আগের দুই সাক্ষাতে এই দলকে ১৩-০ ও ৬-০ ব্যবধানে হারিয়েছিল জার্মানি। এবার ৮-০। তিন ম্যাচে ব্যবধানটা ২৭-০! এদিনও তরুণ দল নামান জার্মান কোচ জোয়াকিম লো। ভের্ডার ব্রিমেনের ২১ বছর বয়সী সাবেক আর্সেনাল মিডফিল্ডার সার্জি গ্যানাব্রি করেন হ্যাটট্রিক। ম্যাচের সপ্তম মিনিটে গোলউৎসবের শুরুটা করেছিলেন সামির খেদিরা। দুই মিনিট পর হ্যাট্রিকের প্রথম গোলটি করেন গ্যানাব্রি, দ্বিতীয়ার্ধে বাকি দুটি। এছাড়া জোড়া গোল করেন হেক্টর, একটি গোল ভল্যান্ডের নামে, বাকিটা ছিল স্বাগতিক স্যান ম্যারিনোর খেলোয়াড় স্টেফানেলির করা অত্মঘাতি। চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপ শাসন করছে জার্মানি। গ্রুপের আরেক ম্যাচে ৪-০ গোলে আজারবাইজানকে হারিয়েছে নর্দান আয়ারল্যান্ড। তালিকায় দুদলের পয়েন্টই সমান ৭ করে। তবে গোল ব্যবধানে এগিয়ে দুইয়ে নর্দান আয়ারল্যন্ড।
৫৪ থেকে ৬৫। মাত্র ১১ মিনিটের থ্রিলারেই সুইডেনকে ২-১ গোলে হরায় ফ্রান্স। প্রতিপক্ষের মাঠে ফর্সবার্গের গোলে অবশ্য প্রথমে এগিয়ে ছিল জøাতান ইব্রাহিমোভিচহীন সুইডিশরাই। কিন্তু এই গোলই যেন তাতিয়ে দিল ফরাসিদের। তিন মিনিট পর স্কোর বোর্ডে সমতা আনেন পল পগবা। ৮ মিনিট পর দলকে এগিয়ে নেন দিমিত্রি পায়েত। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে শীর্ষেই আছে ফ্রান্স। ৩ পয়েন্ট পিছনে দ্বিতীয় স্থানে থাকা সুইডেন। উল্লেখ্য, গত ইউরো শেষে জাতীয় দলকে বিদায় জানান ইব্রা।
একনজরে ফল
আর্মেনিয়া ৩-২ মন্টেনেগ্রো
ফ্রান্স ২-১ সুইডেন
চেক রিপাবলিক ২-১ নরওয়ে
নর্দান আয়ারল্যান্ড ৪-০ আজারবাইজান
স্যান ম্যারিনো ০-৮ জার্মানি
ডেনমার্ক ৪-১ কাজাখস্তান
রোমানিয়া ০-৩ পোল্যান্ড
ইংল্যান্ড ৩-০ স্কটল্যান্ড
মাল্টা ৪-০ সেøাভেনিয়া
সেøাভাকিয়া ৪-০ লিথুয়ানিয়া

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন