শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

গাড়ি নির্মাণ বন্ধ করেছে চীনা ইভি নির্মাতা নিও

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২২, ১২:০৪ এএম

নতুন করে করোনা সংক্রমণের প্রাদুর্ভাব রুখতে গাড়ি নির্মাণ বন্ধের ঘোষণা দিয়েছে চীনা বৈদ্যুতিক গাড়ি (ইভি) নির্মাতা নিও। নিজস্ব মোবাইল অ্যাপে সম্প্রতি এক ঘোষণায় নিও জানায়, গত মার্চ থেকেই কভিড-১৯ সংক্রমণ বৃদ্ধির কারণে জিলিন, সাংহাই ও জিয়াংসুসহ কয়েকটি শহরে সাপ্লাইয়াররা কার্যক্রম বন্ধ করেছে। এখনো সেখানে পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় গাড়ি নির্মাণ বন্ধ করতে যাচ্ছে নিও। গত ২৮ মার্চ থেকে টেসলা তাদের সাংহাই কারখানায় গাড়ি নির্মাণ বন্ধ রেখেছে। শুরুতে দুই ধাপে সাংহাইয়ের দুই অংশে লকডাউন আরোপ করে নগর কর্তৃপক্ষ। পরবর্তী সময়ে পুরো শহরে একযোগে লকডাউন দেয় তারা। এদিকে জিলিনে এফএডব্লিউ গ্রুপের সঙ্গে ফক্সওয়াগনের জয়েন্ট ভেঞ্চার কারখানা মার্চের মাঝামাঝি থেকেই বন্ধ রয়েছে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন