শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মোংলায় এবার মৎস্য ঘের থেকে কুমির উদ্ধার

বাগেরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০২২, ১২:৩১ পিএম

বাগেরহাটের মোংলায় এবার মৎস্য খামার থেকে একটি কুমির উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বুড়িরডাঙ্গা ইউনিয়নের আকরাম হোসেনের মাছের ঘের থেকে কুমিরটি উদ্ধার করে বন বিভাগ।
স্থানীয়রা জানান, ভোর ৬টার দিকে মৎস্য খামারের চারো উঠাতে গিয়ে কুমিরটি দেখতে পান তারা। পরে দড়ি দিয়ে কুমিরটি বেধে রেখে বিষয়টি সুন্দরবনের করমজল কুমির প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবিরকে জানান। এর পর বন বিভাগের একটি দল এসে কুমিরটিকে সেখান থেকে উদ্ধার করে সুন্দরবনের জোংড়া খালে অবমুক্ত করেন।

পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির এ তথ্য নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া লবণ পানির প্রজাতির কুমিরটি ল¤॥^ায় ৫ফুট। বয়স হবে ৭ থেকে ৮ বছরের মতো। জোয়ারের সময় কুমিরটি পশুর নদী থেকে খাল হয়ে ওই ঘেরে চলে এসেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন