ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক দাওরায়ে হাদীস পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ওই দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের পাছপাড়া গ্রামের ফরিদ মিয়ার মেয়ে মাকসুদা আক্তার মীম প্রতিদিনের নেয় মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় আয়েশা সিদ্দিকা (রাঃ) মহিলা মাদ্রাসায় পড়াশোনার জন্য যাওয়ার জন্য রওয়ানা দেয়। পথিমধ্যে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মাইজবাগ বাজার এলাকায় মীম আসতেই দ্রুতগামীর একটি পিক-আপ এসে তাকে ধাক্কা দেয়। সেই ধাক্কায় মীম পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় স্থানীয়রা পিক-আপ ও চালকে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়ি উদ্ধার ও চালককে থানায় নিয়ে আসে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল কাদের মিয়া বলেন, এঘটনায় কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পিক-আপ এবং চালককে আটক করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন