মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

বেকারত্বের হার ভুলে গেছেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

অস্ট্রেলিয়ার বিরোধী দল লেবার পার্টির নেতা অ্যান্থনি অ্যালবেনিস সোমবার প্রথম দিনের নির্বাচনী প্রচারে নেমে তালগোল পাকিয়েছেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে না পেরে পরে তিনি বলেন, ‘আমার ভুল হয়েছে। আমি তো মানুষ। ’ ২১ মের নির্বাচন ঘিরে গতকাল থেকে প্রচারে নেমেছেন অস্ট্রেলিয়ার রাজনীতিকরা। জরিপ অনুযায়ী অ্যালবেনিসের দল এগিয়ে আছে। প্রধানমন্ত্রী স্কট মরিসনের রক্ষণশীল জোট সরকারকে হটিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছেন তিনি। সেই অ্যালবেনিস দেশের বেকারত্বের হার বলতে না পারায় তা সংবাদমাধ্যমের নজর কেড়েছে। সাংবাদিকদের এসংক্রান্ত প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বলেন, ‘জাতীয় বেকারত্বের হার এই মুহ‚র্তে, আমার মনে হয় ৫ শতাংশ। ’ কিছুক্ষণ বিরতি দিয়ে তিনি বলেন, ‘চার। দুঃখিত, তথ্যটা আমি নিশ্চিত নই।’ বর্তমানে দেশে আন্ত ব্যাংকিং লেনদেনে সুদের হার কত, সেই প্রশ্নের উত্তর এড়িয়ে যান অ্যালবেনিস। পরে তিনি ভুল স্বীকার করে বলেন, ‘আমি তো মানুষ।’ অথচ একই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন প্রধানমন্ত্রী মরিসন। অস্ট্রেলিয়ার বেকারত্বের হার বিগত ১৩ বছরের মধ্যে সবচেয়ে কম। এএফপি।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন