রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে অভিনন্দন জানিয়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজেরর প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
জিও নিউজ জানিয়েছে, পাকিস্তানের রুশ দূতাবাস বলেছে- প্রেসিডেন্ট পুতিন আশা প্রকাশ করেছেন শেহবাজের কার্যক্রম পাকিস্তান-রাশিয়ার সহযোগিতামূলক সম্পর্ক আরও উন্নয়ন এবং আফগান ইস্যুসহ অংশীদারিত্বের ভিত্তিতে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবিলায় অবদান রাখবে।
পুতিনের আগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ভারতের নরেন্দ্র মোদীও শেহবাজকে অভিনন্দন জানান বলে জিও নিউজের প্রতিবদেন বলা হয়েছে।
উল্লেখ্য, পাকিস্তানের জাতীয় পরিষদের অনাস্থা প্রস্তাবে পিটিআই প্রধান ইমরান খানকে প্রধানমন্ত্রীত্ব হারাতে হয়। এরপর ১১ এপ্রিল নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন শেহবাজ শরীফ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন