শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

এনআইডির মাধ্যমে ঈদের অগ্রিম টিকেট বিক্রয় কার্যক্রম শুরু করতে যাচ্ছে রেলওয়ে

ঈশ্বরদী (পাবনা)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২২, ৫:২৫ পিএম

"টিকেট যার ভ্রমণ তার"
এই প্রতিপাদ্য বিষয় নিয়ে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে যাত্রীসেবা নিশ্চিতকল্পে বাংলাদেশ রেলওয়ে প্রথমবারের মতো এনআইডি অথবা জন্মনিবন্ধন সনদের মাধ্যমে টিকেট বিক্রয় কার্যক্রম শুরু করতে যাচ্ছে। বাংলাদেশ রেলওয়ে পাকশী বিভাগীয় সহকারী বাণিজ্যিক কর্মকর্তা নুর আলম জানিয়েছেন, আসন্ন ঈদুল ফিতরে ট্রেন ভ্রমন নিরাপদ ও স্বাচ্ছন্দময় করার জন্য আগামী ২৩ এপ্রিল'২২ থেকে অগ্রিম টিকেট বিক্রয় শুরু করবে রেলওয়ে। যে সমস্ত যাত্রী অগ্রিম টিকেট ক্রয় করতে ইচ্ছুক তাদের প্রত্যেক যাত্রীকে এনআইডি অথবা জন্মনিবন্ধন সনদের ফটোকপি জমা প্রদান করে কাউন্টার হতে টিকেট সংগ্রহ করতে হবে। একজন সন্মানীত যাত্রীকে সর্বোচ্চ ৪টি টিকেট প্রদান করা হবে। যদি কেউ অপরের আইডির মাধ্যমে টিকেট ক্রয় করে ভ্রমন করে তাহলে ভ্রমনকালে ভ্রমনকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই টিকেট কোনো ক্রমেই হস্তান্তর যোগ্য নয় এবং হস্তান্তর করা দন্ডনীয় অপরাধ বলে তিনি জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন