বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শিবগঞ্জে জমির সীমানা বিরোধে হামলায় মা-ছেলেসহ আহত ৫

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ এপ্রিল, ২০২২, ৫:৩৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রসুনচক এলাকায় জমির সীমানা বিরোধের জেলে হামলা ও মারপিটে মা-ছেলেসহ ৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন- উপজেলার বিনোদপুর ইউনিয়নের রসুনচক আয়ুব বিশ্বাসটোলা গ্রামের মাজেদ আলীর ছেলে ইউসুফ আলী (৫৫), স্ত্রী সাবেরা বেগম (৪৫), ছেলে সাব্বির (২১), ইউসুফের ভাই মতিন (৪৩) ও মতিনের ছেলে নাসিম (২৭)। এ নিয়ে বৃহস্পতিবার রাতে ইউসুফ আলীর ছেলে মানিরুল ইসলাম বাদি হয়ে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে জানা গেছে- উপজেলার বিনোদপুর ইউনিয়নের রসুনচক গ্রামের আলিমুদ্দিনের বসতবাড়ির উত্তর পাশের্^ ইউসুফ আলীর ক্রয়কৃত জমি রয়েছে। জমির আইল সীমানা নির্ধারণে প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল ইউসুফের। এরই জেরে গত ২ এপ্রিল দুপুরে ইউসুফ আলী তার জমি বাদ দিয়ে সীমানা নির্ধারণ করতে বলায় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ইউসুফ আলী, স্ত্রী সাবেরা বেগম, ছেলে সাব্বির, মতিন ও নাসিম আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করে। এর মধ্যে সাবেরা ও সাব্বিরের অবস্থা অবনতি হলে তাদের উন্নতি চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে রেফার্ড করে কর্তব্যরত চিকিৎসক। তবে প্রতিপক্ষ কাইয়ুম আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তার মন্তব্য মেলেনি। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান, এ ঘটনায় অভিযোগ হাতে পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন