শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

নারীবান্ধব পাবলিক টয়লেট

| প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০২২, ১২:০১ এএম

পুরুষের পাশাপাশি কর্মজীবী নারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পুরুষের সমান সংখ্যক হতে না পারলেও এদেশে কর্মক্ষেত্রে নারী কর্মীর সংখ্যা মোটেও কম নয়। প্রায় প্রতিটি সরকারি, বেসরকারি বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে নারীদের বিচরণ রয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা বা বিভাগীয় প্রতিষ্ঠানসমূহে নারীরা বিপুল উৎসাহ ও উদ্দীপনায় কাজ করে চলেছে। কিন্তু কর্মক্ষেত্রে, শপিংমল কিংবা বিনোদন কেন্দ্রগুলোতে নারীবান্ধব পাবলিক টয়লেটের অভাব এখনো বিদ্যমান। ঢাকা শহরে পাবলিক টয়লেটের অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। যদিও তা সংখ্যায় কম। সংখ্যাটা বাড়ানো উচিত। তবে সিংহভাগ পাবলিক টয়লেট নারীবান্ধব নয়। পুরুষদের টয়লেটের সাথেই নারীদের টয়লেট বানানো হয়। যা দৃষ্টিকটু। তাই নারীদের সামাজিক নিরাপত্তা ও সম্মানার্থে নারীবান্ধব আলাদা পাবলিক টয়লেট স্থাপন করা হোক।

ইমরান খান রাজ
শিক্ষার্থী, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন