শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আলেপ্পো পুনর্দখল করেছে সিরীয় বাহিনী

প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহী যোদ্ধাদের নিয়ন্ত্রণে থাকা আলেপ্পোর সমগ্র এলাকা পুনর্দখল করেছে। আলেপ্পোর পূর্বাঞ্চলে সরকারি বাহিনীর অবরোধ অবস্থা ভাঙতে সম্প্রতি বিদ্রোহীরা হামলা জোরদার করা সত্ত্বেও তাদের এসব এলাকা হাতছাড়া হলো। গত শনিবার মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ গ্রুপ জানায়, সরকারি বাহিনী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা আলেপ্পোর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা পুনরায় দখল করে নিয়েছে। এসব এলাকার মধ্যে নগরীর উপকণ্ঠের দাহিয়াত আল-আসাদের পশ্চিমাঞ্চল এবং মিনিয়ান গ্রাম রয়েছে। আলেপ্পো নগরীর পূর্বাঞ্চলে সরকারি বাহিনীর অবরুদ্ধ অবস্থা ভাঙ্গার চেষ্টায় বিদ্রোহী যোদ্ধাদের অভিযান জোরদারের মধ্যেই সেখানে সরকারি বাহিনীর এ সফলতা আসে। এ বিদ্রোহী যোদ্ধাদের মধ্যে আল-কায়েদার সাথে সম্পর্কযুক্ত সাবেক ফাতাহ আল-শাম ফ্রন্টের সদস্যরাও রয়েছে। ফেলার চেষ্টা করে। বিবিসি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন