বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

লঞ্চের অগ্রিম টিকিট কিনতে লাগবে এনআইডি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০২২, ১০:২৪ এএম

ঈদুল ফিতর উপলক্ষে বুধবার ‍(২০ এপ্রিল) থেকে সারা দেশের বিভিন্ন নৌপথের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে লঞ্চ মালিকেরা। রোববার বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে অংশ নেওয়া এমভি কুয়াকাটা লঞ্চের মালিক এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থার ভাইস প্রেসিডেন্ট আবুল কালাম খান বিষয়টি জানিয়েছেন।

এদিকে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ঈদের পাঁচ দিন আগে ও পাঁচ দিন পর পর্যন্ত টার্মিনালে লঞ্চের মাধ্যমে কোনও মোটরসাইকেল যাতায়াত করতে পারবে না। এই ১০ দিন নদীতে কোনো বাল্কহেড চলতে পারবে না। চাহিদা অনুযায়ী ঈদের পাঁচ দিন পর পর্যন্ত বিশেষ লঞ্চ চলবে। তা ছাড়া লঞ্চের কেবিনের টিকিট কাটতে দেখাতে হবে জাতীয় পরিচয়পত্র। কেবিনে যাতায়াতকারীদের এনআইডি সংরক্ষণ করতে লঞ্চ মালিক-শ্রমিকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

ঈদ উপলক্ষে অভ্যন্তরীণ নদীপথে যাত্রীবাহী নৌযানের নিরাপদ ও দুর্ঘটনামুক্ত চলাচল নিশ্চিত করা এবং যাত্রী সাধারণের জানমালের নিরাপত্তায় যাবতীয় কার্যক্রম সুষ্ঠুভাবে করার লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত করা হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন