শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কিশোরগঞ্জে বজ্রপাতে মা-মেয়ে নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০২২, ১১:২৬ এএম

কিশোরগঞ্জের তাড়াইলে বজ্রপাতে মা ও মেয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ এপ্রিল) ভোরে উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলকা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের মুজিবুর রহমানের স্ত্রী আসমা বেগম (৫৫) ও তার মেয়ে একই গ্রামের নূরুল আমিনের স্ত্রী ইয়াসমিন (২৭)।

তাড়াইল থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সেহরির সময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হয়। এ সময় বাড়ির পাশে ধানের খোলায় ধান ঢাকতে যান মা ও মেয়ে। হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে সকালে তাড়াইল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন