রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের ফের সংঘর্ষ শুরুর পর চন্দ্রিমা সুপার মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুর ১২টার পর ঢাকা কলেজ লাগোয়া মার্কেটটিতে আগুন লাগে। তবে কেউ সেখানে আগুন ধরিয়ে দিয়েছে নাকি অন্য কোনো কারণে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
ব্যবসায়ীদের দাবি, ঢাকা কলেজের শিক্ষার্থীরা আগুন ধরিয়ে দিয়েছে। কিন্তু তাদের দাবি অস্বীকার করে ছাত্ররা বলছেন, তারা আগুন দেননি। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভাতে কাজ করছে ব্যবসায়ীরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন