শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ইন্দুরকানীতে বস্তা ভরা নারীর লাশ উদ্ধার

ইন্দুরকানী(পিরোজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০২২, ৮:১০ পিএম

ইন্দুরকানীতে বস্তা ভরা এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে । বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পাড়েরহাট আবাসনে নতুন ব্র্যাকের দক্ষিন দিকে নদীর ও খালের মোহনার সংলগ্ন সৌলা গাছের ভিতরে বস্তা ভরা নারীর গলিত লাশ উদ্ধার করা হয় । জানা যায়, আবাসনের একটি ছেলে নদীতে মাছ ধরতে গেলে সৌলা গাছের ভিতরে বস্তাবন্দি দেখে আবাসনের লোকজনকে জানায় । পরে ৯৯৯ ফোন দিলে ইন্দুরকানী থানার পুলিশ ওই বস্তার ভিতর থেকে অর্ধগলিত অবস্থায় নারীর লাশ উদ্ধার করেন ।
উদ্ধারের কাজে থাকা থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) মো. শামীম হোসেন জানান, আমরা ৯৯৯ ফোন পেয়ে ঘটনা স্থান থেকে বস্তাবন্দি অর্ধগলিত নারীর লাশ উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে প্রেরণ করি । ধারনা করা হচ্ছে গত ৪-৫ দিন আগে তাকে কোন স্থান থেকে হত্যা করে বস্তা বন্দি করে নদীতে ফেলে দেয়া হয়েছে। ওই মরদেহটির বিবস্ত্র অবস্থায় পাওয়া গেছে। তার পড়নে একটি পায়জামা রয়েছে। তার বয়স ৩০-৩৫ বছর হবে। এখনই তাকে কোন ধরনের সনাক্ত করা যচ্ছে না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন