শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী জীবন

দৈনন্দিন জীবনে ইসলাম

প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

প্র:- কার পিছনে নামায পড়া মাকরূহে তাহরীমী?
উ:- ফাসেকÑযে প্রকাশ্যে কবীরাহ গোনায় লিপ্ত।
প্র:- যে মসজিদে একবার আযান দিয়ে জামাআত হয়ে গেছে; সেখানে দ্বিতীয় বার জামাআত পড়া যাবে কি?
উ:- যদি মসজিদটি কোন মহল্লার হয় এবং নির্দিষ্ট ইমাম, মুআয্যিন ও মুসল্লী থেকে থাকে, তাহলে মিহরাব থেকে দূরে আযান ছাড়া দ্বিতীয় বার জামাআত পড়া যাবে। আর যদি মসজিদে নির্দিষ্ট ইমাম-মুআয্যিন না থাকে তাহলে আযান দিয়ে দ্বিতীয়বার জামাআত পড়াতে কোন অসুবিধা নেই। (আলমগীরী, শামী)
প্র:- ইমামের জন্য কি কি কাজ করা মাকরূহে তাহরীমী?
উ:- ১. নামাযের কিরাত ও তাসবীহ অতিরিক্ত লম্বা করা।
২. শুধু বেগানা মহিলাদের ইমামতি করা; যেখানে নিজের কোন মুহরিমাহ মহিলা নেই।
৩. দুইয়ের অধিক মুক্তাদীর জামাআতে ইমাম কাতারের মধ্যে দাঁড়িয়ে যাওয়া।
প্র:- মুক্তাদী একজন হলে কিভাবে দাঁড়াবে?
উ:- ইমামের ডানদিকে এমনিভাবে দাঁড়াবে, যাতে তার পায়ের আঙ্গুল ইমামের গোড়ালী বরাবর হয়।
প্র:- যদি এক মুক্তাদী ইমামের সাথে দাঁড়িয়ে নামায শুরু করে দেয় পরে আরেকজন এলে কি করবে?
উ:- পরে আসা মুক্তাদী আগের মুক্তাদীকে টেনে পিছনে নিয়ে এসে সারি বাঁধবে।
-মুফতী ওয়ালীয়ুর রহমান খান

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মাহদী ৯ এপ্রিল, ২০১৮, ৪:০৫ পিএম says : 0
মাসআালা গুলো কোথা থেকে লিপিবদ্ধ করা হয়েছে
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন