মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইউক্রেন পুনর্গঠনে ৩৭ মিলিয়ন ইউরো দেবে জার্মানি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২২ এপ্রিল, ২০২২, ১০:১০ এএম

রাশিয়ার আক্রমণের ফলে এখন প্রায় বিধ্বস্ত ইউক্রেন। এমন অবস্থায় পূর্ব ইউরোপের দেশটির দিকে সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে অনেকে। এবার ইউক্রেন পুনর্গঠনের জন্য তাদেরকে ৩৭ মিলিয়ন ইউরো (৪০.১২ মিলিয়ন ডলার) দেওয়ার ঘোষণা দিয়েছে জার্মানি। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২২ এপ্রিল) জার্মানির উন্নয়ন মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে অগসবার্গার অলগেমেইন সংবাদপত্র। প্রায় ২২.৫ মিলিয়ন ইউরো ইউক্রেনের পাওয়ার গ্রিড পুনর্গঠনে যাবে। আর বাকি ১৪.৪ মিলিয়ন ইউরো খরচ হবে রুশ বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত ভবন পুনর্গঠন ও চিকিৎসা সরঞ্জামের জন্য।

উন্নয়নমন্ত্রী সোভেনজা শুলজের বরাত দিয়ে অগসবার্গার অলগেমেইন জানিয়েছে, ‘আমার মন্ত্রণালয় একটি জরুরি কর্মসূচির মাধ্যমে ইউক্রেনের জন্য তহবিল পুনঃবরাদ্দ করেছে।’ সূত্র : রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন