শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

সাংবাদিকদের ঘুষ দিতে চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প

প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নির্বাচনী প্রচারণার সময় সাংবাদিকদের ঘুষ দিতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের স্মৃতিকথায় এমনটাই দাবি করেছেন ফক্স নিউজের উপস্থাপক মেগান কেলি। গত রোববার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। রিপাবলিকান দলের প্রার্থীদের প্রাথমিক নির্বাচন চলাকালে ফক্স নিউজ কয়েক দফা বিতর্কের আয়োজন করেছিল। গত আগস্টে এমনই একটি অনুষ্ঠানে উপস্থাপিকা মেগান কেলি নারী দৃষ্টিভঙ্গির বিষয়ে ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন। তিনি ট্রাম্পকে বলেছিলেন, ‘নারীদের সম্পর্কে আপনি বলেছিলেন যে আপনি মোটা শুকর, কুকুর ও বিরক্তিকর পশুদের পছন্দ করেন না। এরপরই বিব্রতকর পরিস্থিতিতে পড়েন ট্রাম্প। এ নিয়ে পরবর্তীতে তিনি ফক্স নিউজের বিতর্ক অনুষ্ঠান বর্জন করেন এবং মেগানকে নিয়ে বাজে মন্তব্যও করেন। আজ মঙ্গলবার মেগানের স্মৃতিকথা প্রকাশিত হতে যাচ্ছে। এর আগে সাংবাদিকদের তিনি জানান, বইটিতে তিনি ২০১৬ সালের নির্বাচনী প্রচারণার কিছু অপ্রকাশিত তথ্য তুলে ধরেছেন। মেগান বলেন, তার স্বামী ও তাকে ট্রাম্প তার ফ্লোরিডায় মার এ লাগো ভূসম্পত্তিতে ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেখানে না গেলে মেগান চাইলে তার বন্ধুদের নিয়ে সাপ্তাহিক ছুটির দিনে নিউইয়র্ক সিটি হোটেলে বিনা পয়সায় থাকতে পারবেন। তবে ট্রাম্পের এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন বলে জানিয়েছেন মেগান। তিনি জানান, ট্রাম্প শুধু তাকেই না বরং আরো অনেক সাংবাদিককেও এ ধরনের প্রস্তাব দিয়েছিলেন। ফক্স নিউজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন