বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো ছোট পর্দায় একসঙ্গে অভিনয় করছেন ইমন এবং ফারহানা মিলি। তাজু কামরুলের নির্দেশনায় তারা অভিনয় করেছেন বিশেষ নাটক ‘ফেরা’তে। গত ৯ ও ১০ নভেম্বর রাজধানীর অদূরে পূবাইলে একটি শুটিং হাউজে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নাটকটির মূল বিষয়বস্তু প্রসঙ্গে পরিচালক তাজু কামরুল বলেন, ‘যেকোন কাজ যদি কেউ আন্তরিকতা নিয়ে মনোযোগ দিয়ে করেন তাহলে তার জীবনে সাফল্য আসবেই- এটাই হচ্ছে নাটকের মূল বিষয়বস্তু।’ ইমন বলেন, ‘নাটকটির বিষয়বস্তু আমার কাছে খুব ভালো লেগেছে। তাছাড়া ফারহানা মিলির মনপুরা সিনেমাতে তার অভিনয় দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। তারসঙ্গে কাজ করেও খুব ভালো লেগেছে। সত্যি বলতে কী দু’জন শিল্পীই যখন কাজের প্রতি আন্তরিক হন তখন কাজটি খুব ভালো হয়। ফেরা কাজটি তেমনই একটি কাজ।’ ফারহানা মিলি বলেন, ‘নাটকের গল্প, সংলাপ বেশ ভালো লেগেছে। কাজটি দর্শকের ভালো লাগবে আশাকরি।’ আকাশ রঞ্জন রচিত ‘ফেরা’ নাটকটি শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে জানান পরিচালক তাজু কামরুল। এদিকে এর আগে ফারহানা মিলি তাজু কামরুলের নির্দেশনায় ‘অনন্তের পাখিরা’ নাটকে অভিনয় করেছিলেন। ইমন সম্প্রতি শেষ করেছেন সঞ্জয় বড়–য়ার নির্দেশনায় ‘আমি ডিভোর্স চাই’ নাটকের কাজ। ফারহানা মিলি অভিনীত ধারাবাহিক নাটক সুমন আনোয়ার পরিচালিত ‘সিনেমাওয়ালা’ এনটিভিতে নিয়মিতভাবে প্রচার হচ্ছে। সম্প্রতি তিনি দেশের বাইরে থেকে রাজীবুল ইসলাম রাজীবের নির্দেশনায় একটি ধারাবাহিক নাটকের কাজ শেষ করে দেশে ফিরেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন