মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

টিকিট বিক্রি শুরু আজ : চট্টগ্রামে ছড়াবে উত্তাপ?

প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : খেলাধুলার প্রাণকেন্দ্র রাজধানী ঢাকায় অনেটা দর্শকশূন্যভাবেই শেষে হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-২০’র (বিপিএল) প্রথম পর্ব। এখন শুরু হবার অপেক্ষায় বন্দরনগরী চট্টগ্রাম পর্বের। আগামী ১৭ নভেম্বর থেকে ব্যাটে-বলের লড়াইয়ে ঝঙ্কার ছড়াবে চট্টগ্রামে। এখানে কী জমবে ক্রিকেটীয় লড়াই? এক সপ্তাহের জমজমাট পর্বে চট্টগ্রামে ১১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এ ম্যাচগুলোর জন্য আজ থেকে টিকিট বিক্রি শুরু হবে। সাগরিকাস্থ সিটি কর্পোরেশন অফিসের বাউন্ডারি সংলগ্ন (বিটাক মোড়) টিকিট কাউন্টার এবং এম এ আজিজ স্টেডিয়াম কাউন্টারে টিকিট পাওয়া যাবে। পূর্ব গ্যালারির টিকিটের দাম রাখা হয়েছে ২০০ টাকা। এছাড়া পশ্চিম গ্যালারী টিকিটের দাম ৩০০ টাকা, ক্লাব হাউস ৫০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারী ৫০০ টাকা, গ্রান্ডস্ট্যান্ড ২ হাজার টাকা, রুফটপ ২ হাজার টাকা এবং হসপিটাল বক্স ৫ হাজার টাকা। জহুর আহমদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে ১৭ নভেম্বর দুপুর ২টায় চট্টগ্রামের হিরো তামীম ইকবালের দল চিটাগাং ভাইকিংস খেলবে সাকিব আল হাসানের দল ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে। দিনের অপর ম্যাচে সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে নাঈম ইসলামের রংপুর রাইডার্স এবং মুশফিক রহিমের বরিশাল ব্লুজ। আগামী ২২ নভেম্বর শেষ দিন দুপুর ২টায় রংপুরের বিপক্ষে নামবে খুলনা। আর শেষ ম্যাচে সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে বরিশাল ব্লুজ ও চিটাগাং ভাইকিংস। চট্টগ্রামের দর্শকরা ক্রিকেট পাগল। ক্রিকেটের যে কোন আয়োজন হলে দর্শকরা মাঠমুখী হয়ে যায়। সম্প্রতি বাংলাদেশ-ইংল্যান্ডের একটি ওয়ান-ডে ম্যাচ ও একটি টেস্ট ম্যাচ দেখার জন্য সাগরিকা জহুর আহমদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে প্রচুর দর্শক সমাগম হয়েছিল। তাই এবারের বিপিএলের টি-২০ চট্টগ্রাম পর্বের ম্যাচগুলোতে খেলোয়াড়দের চার-ছক্কার মার এবং তাদের ব্যাটিং নৈপুণ্য দর্শকদের আনন্দ দেবে ক্রিকেটপ্রেমিকরা সে প্রতীক্ষায় রয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন