বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

হারিয়ে যাচ্ছে দোয়েল

চিঠিপত্র

ইমরান খান রাজ | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২২, ১২:০৩ এএম

একসময় গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত প্রায় সবখানেই চোখে পড়তো জাতীয় পাখি দোয়েল। সময়ের বিবর্তনে এখন আর তেমন চোখেই পড়ে না এই পাখি। গ্রাম কিংবা মফস্বল এলাকাগুলোতে অল্প কিছু দোয়েল দেখা গেলেও, শহরে দেখা যায় না বললেই চলে। শহর বা গ্রামে গাছের পরিমাণ কমে যাওয়া, অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধি, পাখির জন্য সহনীয় পরিবেশের অভাব এবং অবৈধ পাখি শিকারের ফলে আমাদের মাঝ থেকে হারিয়ে যেতে চলেছে জাতীয় পাখি দোয়েল। পাখি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পাশাপাশি বিভিন্ন ফসলের ক্ষতিকর পোকা খেয়ে থাকে এবং পরাগায়নেও সহযোগিতা করে। পাখি যেমন পরিবেশের বন্ধু, তেমনি মানুষেরও বন্ধু। তাই আসুন, জাতীয় পাখি দোয়েলসহ অন্যান্য পাখি রক্ষায় এগিয়ে আসি। পরিবেশ ও জীববৈচিত্র্য বাঁচিয়ে রাখি।

প্রাক্তন শিক্ষার্থী, সরকারি পদ্মা কলেজ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন