মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

হলিউডকে নকল করতে গিয়েই ডুবছে বলিউড!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০২২, ৪:৩৬ পিএম

দক্ষিণের ছবির সাফল্যের রহস্য জানিয়েছেন ‘কেজিএফ ২’ অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। তার মতে, দক্ষিণের ছবি তৈরি হয় দেশীয় গল্পের উপর ভিত্তি করে। যার ফলে দর্শকরা নিজেকে সম্পৃক্ত করতে পারেন গল্পের সঙ্গে। রভিনার মতে, এটাই হলো- দক্ষিণের ছবির সাফল্যের রহস্য। তিনি মনে করেন হলিউডের ছবিকে নকল করতে গিয়েই ডুবছে বলিউড। হলিউডের অন্ধ অনুকরণ মানুষ ভালো চোখে দেখছেন না।

এ প্রসঙ্গে তিনি নব্বই দশকের বলিউড সিনেমার প্রসঙ্গ উত্থাপন করে বলেন, ‘ওই সময় পর্যন্ত গান ও গল্পে ছিল দেশীয় ছোঁয়া। তার পর থেকে হলিউডেকে নকল করা শুরু হয়। বলিউড ছবিতে পশ্চিমী সংস্কৃতির প্রভাব, নায়কের বা ভিলেনের হেলিকপ্টারে যাতায়াত—এসব আরও দূরে সরিয়েছে ভারতীয় দর্শককে।’

রাভিনা নিজের অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমি নিজেও যখন বলিউডের স্ক্রিপ্ট পড়তাম, তখন বুঝতে পারতাম কোথাও যেন গল্পগুলো আলাদা হয়ে যাচ্ছে। দেশের সংস্কৃতি এবং ভাবনার সঙ্গে মিলছে না।’

তিনি আরও বলেন, ‘দক্ষিণের ছবি তৈরি হয় দেশীয় গল্পের ওপর ভিত্তি করে। এ ফলে দর্শকরা নিজেকে সম্পৃক্ত করতে পারেন গল্পের সঙ্গে। দক্ষিণী ছবিতে দেশের গল্প, দেশীয় সংস্কৃতির ছোঁয়া থাকার ফলে মানুষের মধ্যে তার আকর্ষণ বাড়ছে। এমনকি হিন্দিভাষী ভারতীয়রাও দক্ষিণের ছবি দেখতে হলে ভিড় করছে।’

এবছরের শুরুতে রাভিনাকে দেখা গেছে নেটফ্লিক্সের থ্রিলার সিরিজ ‘আরণ্যক’-এ। সেখানে তিনি অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও আশুতোষ রানার সঙ্গে। রাভিনা অভিনীত সর্বশেষ সিনেমা ‘কেজিএফ টু’। সিনেমায় আরো অভিনয় করেছেন- যশ, শ্রীনিধি শেঠি, সঞ্জয় দত্ত, অনন্ত নাগ, অচ্যূত কুমার প্রমুখ। ‘কেজিএফ টু’ বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন