শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

দক্ষিণ লেবাননে ইসরাইলি ভারী কামানের গোলাবর্ষণ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২২, ১২:০৩ এএম

ইহুদিবাদী ইসরাইলি সেনারা দক্ষিণ লেবাননের একটি এলাকায় ভারী কামানের গোলাবর্ষণ করেছে বলে খবর পাওয়া গেছে। লেবাননের আল-মায়াদিন টেলিভিশন জানিয়েছে, সোমবার ভোরে দক্ষিণ লেবাননের মাজদাল এলাকা এবং জিবকিন শহরের মধ্যবর্তী অঞ্চলে গোলাবর্ষণ করে ইসরাইল। এ সময় ইহুদিবাদী সেনারা ভারী কামানের ২৩টি গোলাবর্ষণ করে বলে কোনো কোনো সূত্র জানিয়েছে। তবে এসব হামলায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি। ওই হামলার কয়েক ঘণ্টা আগে দক্ষিণ লেবাননের ওই এলাকা থেকে ইসরাইল অভিমুখে একটি রকেট নিক্ষেপ করা হয় বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। রকেটটি একটি খোলা প্রান্তরে আঘাত হানে। ১৯৬৭ সালে ইহুদিবাদী ইসরাইল লেবাননের শেবা কৃষি খামার দখল করে নেয়ার পর থেকে তেল আবিবের সঙ্গে বৈরুত কার্যত যুদ্ধাবস্থায় রয়েছে। এখন পর্যন্ত ওই কৃষি খামার ফেরত দেয়নি দখলদার সরকার। ২০০০ সাল শুরু হওয়ার আগে একবার এবং ২০০৬ সালে আরেকবার দক্ষিণ লেবাননে আগ্রাসন চালায় ইহুদিবাদী ইসরাইল। দু’বারই লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর তীব্র প্রতিরোধের মুখে মারাত্মকভাবে পরাজিত হয়ে সেনা প্রত্যাহার করে নিতে বাধ্য হয় তেল আবিব। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন