বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

রেকর্ড গড়ে দ্রত এক হাজার রান বিজয়ের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০২২, ৪:০৯ পিএম

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এক মৌসুমে ব্যাট হাতে রানের রেকর্ড গড়েছেন ওপেনার এনামুল হক বিজয়। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এই ওপেনার আছেন ফর্মের তুঙ্গে। মঙ্গলবার রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে খেলতে নেমে রেকর্ড গড়েছেন বিজয়। প্রিমিয়ার লিগে এক মৌসুমে সর্বোচ্চ রানের মালিক আগেই হয়েছেন।

আজ প্রথম ব্যাটসম্যান এক হাজার রানে মালিক বনে গেলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এবারের মৌসুমে নিজের ১২তম ইনিংসে সাইফ হাসানকে টপকে লিস্ট এ ক্রিকেটের এক আসরে সর্বোচ্চ রানের মালিক বনে যান বিজয়। ১৪তম ইনিংসে ছাড়ালেন ১ হাজার রানের গণ্ডি। ৯৩০ রান নিয়ে মঙ্গলবার সুপার লিগের চতুর্থ রাউন্ডে মাঠে নেমেছিলেন। ৭০ রান করতেই বিজয় ছুঁয়ে ফেললেন হাজার রানের মাইলফলক।

যা লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর প্রথম ক্রিকেটার হিসেবে এক হাজার রানের রেকর্ড গড়লেন ডানহাতি ওপেনার। ৯৩০ রান নিয়ে মঙ্গলবার সুপার লিগের চতুর্থ রাউন্ডে মাঠে নেমেছিলেন। ৭০ রান করলেই ছুঁয়ে ফেললেন হাজার রানের মাইলফলক।

সুপার লিগের আগেই ১০ ম্যাচে ৭২.৮০ গড়ে, ৯৭.৯৮ স্ট্রাইক রেটে এনামুলের রান ৭২৮। সুপার লিগের দ্বিতীয় ম্যাচে সাইফ হাসানের ৮১৪ রানের রেকর্ড ছাড়িয়ে যান ডানহাতি ব্যাটসম্যান। ২০১৩ সালে লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর ২০১৯ সালে সাইফ হাসান ৮১৪ রান করেছিলেন ১৬ ইনিংসে। আজ এনামুল ছাড়িয়ে গেছেন নিজেকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন