বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

দেশ সেরা আর্থিক প্রতিষ্ঠান হিসেবে একসময় প্রতিষ্ঠিত হবে পদ্মা ব্যাংক-তারেক রিয়াজ খান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০২২, ৮:০০ পিএম

ঈদের আগে বৃহস্পতিবার শেষ কর্মদিবসে গুলশান কর্পোরেট হেড অফিসে সহকর্মীদের সঙ্গে ঈদের অগ্রীম শুভেচ্ছা বিনিময়ের সময় একথা বলেন পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান। তিনি ব্যাংকের গ্রাহক, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।উল্লেখ্য মে দিবস ও ঈদুল ফিতরের ছুটির পর আগামী ০৫ মে বৃহষ্পতিবার খুলবে ব্যাংক।

তিনি বলেন, পদ্মা ব্যাংক অনেক প্রতিকূলতা সামলে ঘুরে দাঁড়িয়েছে। শক্তিশালী পরিচালনা পর্ষদ ও একদল প্রতিভাবান, দক্ষ এবং সৎ কর্মীদল একসাথে কাজ করলে খুব অল্প সময়েই আর্থিকখাতের অন্যতম শক্তিশালী ব্যাংক হবে পদ্মা।

পদ্মা ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মীচারিদের ঈদ শুভেচ্ছা জানান পদ্মা ব্যাংকের চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত, উপব্যবস্থাপা পরিচালক ফয়সাল আহসান চৌধুরী ও উপব্যবস্থাপা পরিচালক জাবেদ আমিন।

সরকারী সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ব্যাংক ও আইসিবির মূল মালিকানায় পরিচালিত চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক লিমিটেড দেশজুড়ে ৫৮টি শাখার মাধ্যমে গত তিন বছর ধরে গ্রাহকদের ব্যাংকিং সেবা দিয়ে আসছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন