অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা মেল গিবসন মনে করেন বাবা হিসেবে তিনি নিয়মিত সব গুবলেট করে ফেলন তবে এরপরও তার বিশ্বাস তিনি এই দায়িত্ব ভালোভাবেই পালন করেছেন। তার দুই সঙ্গিনীর গর্ভজাত আট সন্তানের বাবা তিনি।
৬০ বছর বয়সী অভিনেতাটি মনে করেন নিখুঁত বাবা বা মা বলে কিছু হতে পারে না কারণ প্রত্যেক বাবা ও মা সময়ে সময়ে তাদের সন্তানদের ওপর রাগ করে থাকে।
“বাবা বা মা হিসেবে প্রত্যেকেই গুবলেট করে ফেলে। নিখুঁত বাবা বা মা বলে কিছু হতে পারে না এবং এলোমেলো করে ফেলাটাই স্বাভাবিক। তবে আশা করি অনেকের চেয়ে আমি কমই গুবলেট করেছি,” তিনি বলেন।
একান্ত জীবনে বেশ কয়েকবার ঝামেলায় জড়িয়ে মেল গিবসন বারবার সংবাদ মাধ্যমে এসেছেন। তিনি সবসময়ই তার সন্তানদের সঙ্গে সময় কাটাবার চেষ্টা করে এসেছেন। তার প্রথম স্ত্রীর গর্ভজাত তার সন্তানরা হল- হ্যানা (৩৬), যমজ ক্রিস্টিয়ান আর এডওয়ার্ড (৩৪), উইলিয়াম (৩১), লুইস (২৮), মাইলো (২৬) এবং টমাস (১৭)। প্রাক্তন সঙ্গিনী ওকসানা গ্রিগরিয়েভা গিবসনের ৭ বছর বয়সী কন্যা লুসিয়ার মা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন