শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মঠবাড়িয়ায় জমির দলিলে প্রতারিত দিনমজুরের আত্মহত্যা

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২২, ৪:১৯ পিএম

পিরোজপুরের মঠবাড়িয়ার চালিতাবুনিয়া গ্রামের যতীশ চন্দ্র হাওলাদার(৪৫) নামে এক দিনমজুর জমি বিক্র করতে গিয়ে প্রতরনার শিকার হয়ে বিষপানে আত্মহত্যা করার অবিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকালে চিকিৎসাধিন অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যতীশের মৃত্যু হয়। যতীশ চন্দ্র হাওলাদার উপজেলার দাউদখালী ইউনিয়নের চালিতাবুনীয়া গ্রামের মুত জীতেন্দ্র নাথ হাওলাদার এর ছেলে।

স্বজনদের সূত্রে জানাযায়, দিনমজুর যতীশ চন্দ্র অর্থ সংকটে সম্প্রতি একই গ্রামের দিলীপ বিশ্বাস ও গণপতি বিশ্বাসের নিকট ৬ শতাংশ জমি বিক্রি করেন। মঠবাড়িয়া সাবরেজিষ্ট্রি অফিসে দলিল রেজিষ্ট্রি করার সময় দুই ক্রেতা কারসাজি করে সাড়ে ৬ শতাংশ জমির পরিবর্তে ২২ শতাংশ জমি দলিলে লিখে নেন। এতে জমি বিক্রেতা যতীশ চন্দ্র ভিটেমাটি হারা হন। বাড়ি ফিরে যতীন প্রতারণার বিষয়টি বুঝতে পেরে হতাশা ও ক্ষোভে বৃহস্পতিবার রাতে ঘরে রক্ষিত কীটনাশক পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের স্বজনরা তাকে প্রথমে স্থানীয় মিরুখালী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। পরে তাকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় শুক্রবার দুপুরে তিনি মারা যায়।
মঠবাড়য়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ নুরুল ইসলাম বাদল জানান, বিষয়টি মৌখিক ভাবে শুনেছি । লিখিত অভিযোগ পেলে আইনগত বাবস্থা নেওয়া হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন