বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

কৃষকের ঈদ আনন্দ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১ মে, ২০২২, ১২:০৩ এএম

ফার্মারস’ গেইম শো ‘কৃষকের ঈদ আনন্দ’-এ প্রতিবারের মতো এবারেও থাকছে গ্রামের কৃষক, কৃষাণীদেন নিয়ে চমকপ্রদ সব খেলা। আর সাথে থাকছে দেশ-বিদেশের নানা বিষয় নিয়ে বৈচিত্রপূর্ণ প্রতিবেদন। এবারের পর্বটি ধারণ করা হয়েছে মনিকগঞ্জ জেলায় সিঙ্গাইরের খাসেরচরে। ইতিহাস আর ঐতিহ্যের মানিকগঞ্জে রয়েছে কৃষি বৈচিত্রের অনন্যরূপ। প্রকৃতির নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে এগিয়ে চলছে বাংলাদেশের কৃষক। তারা প্রতিনিয়ত প্রতিষ্ঠা করে চলেছে আমাদের অর্থনীতিতে তাদের শক্তিমান উপস্থিতি। তাদের কল্যাণেই ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। কৃষক, কৃষাণী ও সাধারণ মানুষের অংশগ্রহণে এবারের ‘কৃষকের ঈদ আনন্দ’ ভিন্নরকম আনন্দের। কৃষকের ঈদ আনন্দের নির্মাতা শাইখ সিরাজ বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ভয়াবহতার মুখোমুখি হতে হচ্ছে সবচেয়ে বেশি কৃষককেই। তাদের পরিবর্তিত সময় সম্পর্কে সচেতন করতে হবে। এখন থেকেই প্রস্তুত হতে হবে আগামীর জন্য। এবারের কৃষকের ঈদ আনন্দে গ্রামীণ খেলাধূলার পাশাপাশি আনন্দ-হাসি-গানের মাধ্যমে আগামী দিনের প্রস্তুুতির তাগিদ রয়েছে কৃষকের জন্য।’ শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় কৃষকের ঈদ আনন্দ প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন বিকাল সাড়ে ৪টায় চ্যানেল আইতে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন