বিনোদন ডেস্ক : তরুণ প্রতিশ্রতিশীল গীতিকার ও চলমান বিপিএল’র থিমসঙ’র গীতিকার ইশতিয়াক আহমেদর ‘বিরহ আমার’ গানটি নিয়ে ম্যাক্স ক্রিয়েশন লিমিটেডের কারিগরি সহযোগিতায় নির্মিত হচ্ছে মিউজিক্যাল ফিল্ম বিরহ আমার। গানটির সুর, সংগীত এবং গেয়েছেন সম্ভাবনাময় তরুণ শিল্পী তাসনুভ। গানটি অবলম্বনে সৈকত ইসলাম’র গল্প ভাবনায় কাহিনী ও চিত্রনাট্য তৈরি করেছেন মাহাদী হাসান মেধা। পরিচালনা ও পোস্ট প্রোডাকশনে আছেন স্বরূপ চন্দ্র দে। সিনেমাটোগ্রাফিতে স্বরূপ চন্দ্র দে ও মাহাদী হাসান মেধা। সহকারী পরিচালক হিসেবে স্মরণ সাঈদ। মিউজিক্যাল ফিল্মটিতে অভিনয় করেছেন শাকিব চৌধুরী ও নিহিকা চৌধুরী। কোরিওগ্রাফিতে শাহিন জামান। সার্বিক তত্ত¡¡াবধান ও কস্টিউম পরিকল্পনায় সৈকত ইসলাম। প্রযোজনায় সুহৃদ মডেল ফেয়ার। ব্যানার অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ঈগল মিউজিক। ১৭ নভেম্বর হতে ঢাকার বিভিন্ন লোকেশনে গানটির চিত্রধারণের কাজ শুরু হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন